ওসমানী বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০৯:৫১ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ০৮:৪৭

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবী থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে তিন কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে করেছেন কাস্টমস গোয়েন্দারা।

রবিবার সকালে বিমানের লাগেজ রাখার বক্স থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

কাস্টমস কর্মকর্তা জানান, সকাল ৬টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে বাংলাদেশে বিমানের বিজি-০১২৮ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা যাচ্ছিল।

এসময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে বিমানের লাগেজ রাখার বক্স থেকে কসস্টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পায়।

উদ্ধারকৃত ৩০টি স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে তিন কেজি। স্বর্ণের দাম প্রায় পৌনে দুই কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস বিভাগ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২৩জুলাই/ব্যুরোপ্রধান/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :