রাজনীতিতে সাহস লাগে, তারেকের সেটা নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৫:৪৮ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১০:৫০

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবেলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নাই।’ রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারের পর ওই আমলেই চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। যাওয়ার সময় তিনি পাঁচ বছর রাজনীতি করবেন না মর্মে একটি লিখিত মুচলেকা দিয়ে যান বলেও সে সময়ের গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

বিএনপি তারেক রহমানকে তাদের ভবিষ্যত নেতা হিসেবে দেখে। তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদও দেয়া হয়েছে। যুক্তরাজ্যে অবস্থান করলেও দলের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিদেশে অর্থপাচার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত তারেক রহমানের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে একাধিকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি বিদেশেই অবস্থান করছেন। তারেক ফিরে আসবেন-বিএনপি নেতারা জোরের সঙ্গে এমন কথা বললেও তার ফেরার কোনো দিনক্ষণ নির্দিষ্ট হয়নি এখনও।

বায়দুল কাদের বলেন, ‘মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগও চায় সবাই নির্বাচনে আসুক। কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘রাজনীতিতে আক্রমণ থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।’

দল ও জোটের প্রার্থীর বিষয়ে কাদের বলেন, ‘যাদের অবস্থান নির্বাচনী এলাকায় ভালো থাকবে, তারাই মনোনয়ন পাবেন।’

(ঢাকাটাইমস/২৩জুলাই/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির ভারত বিরোধীতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :