অবস্থান ধরে রেখেছে বরিশাল বোর্ড

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১১:৫৭ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১১:৫৬

২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হার ৭০.২৮ ভাগ। যা গত বছরে ছিল ৭০.১৩। পাসের হারে আগের অবস্থান ধরে রাখার পাশাপাশি এই বোর্ডে বেড়েছে জিপিএ ফাইভের সংখ্যা।

রবিবার বেলা সোয়া ১১টায় বরিশাল শিক্ষাবোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের ভারপ্রাপ্ত চেযারম্যান ও সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য।

এ বছর ৩২৯ কলেজের ১১৬টি সেন্টারে ৬১ হাজার ৯৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৬০ হাজার ৪৮৬ জন। এর মধ্যে পাস করেছেন ৪২ হাজার ৫০৭ জন।

বরিশালে এবার জিপিএ ফাইভ পেয়েছেন ৮১৫ জন, গত বছর এই সংখ্যা ছিল ৭৮৭ জন।

২৯ হাজার ৭৩৩ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ২৯ হাজার ১ শত ৪৭ জন। এর মধ্যে পাস করেছেন ২১ হাজার ৩৯৬ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪১৮ জন, পাসের হার ৭৩.৪১।

৩২ হাজার ১৯৯ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৩১ হাজার ৩৩৯ জন। এর মধ্যে ২১ হাজার ১১১ জন পাস করেছেন, জিপিএ ফাইভ পেয়েছেন ৩৯৭ জন, পাসের হার ৬৭.৩৬।

ফলাফলের মূল্যায়নে বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্রাচার্য্য জানান, সব মিলিয়ে ইংরেজি বিষয়ে এই বোর্ডের শিক্ষার্থীরা কিছুটা খারাপ করেছেন।

(ঢাকাটাইমস/২৩জুলাই/টিটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :