‘আমরা কত দিন?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১৩:৪১

কিশোর, তরুণদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে এই কারণেই ভবিষ্যতে এই দেশের দায়িত্ব কিন্তু আমাদের ছেলে-মেয়েদেরই নিতে হবে।’

রবিবার নিজ কার্যালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হাতে নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় সরকার প্রধান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কত দিন? আগামী দিনে এ দেশের নেতৃত্ব দিতে হবে অথবা ভালো বিজ্ঞানী হতে হবে, ভালো শিক্ষক হতে হবে। প্রতিটি ক্ষেত্রেই তো এখনকার প্রজন্মকে সামনে আসতে হবে।’

‘পাস করার প্রতি প্রত্যেক ছেলে-মেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। পড়াশোনায় মন দিতে হবে। প্রতিদিনের পড়ার জন্য সবচেয়ে ভালো সময়টা বেছে নিতে হবে।...শিক্ষার্থীরা মনযোগ দিয়ে পড়ালেখা করবে এবং সেই সাথে সাথে নিজেদেরকে গড়ে তুলবে একটা উপযুক্ত নাগরিক হিসেবে।’

ছেলে-মেয়েদের প্রতি আরও বেশি মনযোগী হতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘বিশেষ করে এই বয়সে তাদের সব চেয়ে বেশি প্রয়োজন সঠিক গাইড লাইন দেওয়া, তাদের সমস্যাগুলি বুঝতে পারা এবং তাদেরকে আর একটু বেশি সময় দেওয়া।’

‘অভিভাবকদের আমি বলবো, নিজের ছেলে-মেয়েদের প্রতি আরও আন্তরিক হওয়া। বিশেষ করে তারা যেন তাদের কথাগুলো বন্ধুর মতো বলতে পারে।’

কোন অবস্থাতেই যেন কেউ মাদকাসক্তি অথবা জঙ্গিবাদের পথে যেন না যায় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদও দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘নিজের ছেলে-মেয়ে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কলেজে অনুপস্থিত থাকছে কি না এ বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে। তাদের সমস্যাটা যাতে বাবা-মায়ের সঙ্গে শেয়ার করতে পারে সে আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে। তাহলে ছেলে-মেয়েরা কখনো বিপথে যাবে না এটা আমার বিশ্বাস।’

চলতি বছর আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা এবং কারিগরি-সব মিলয়ে ১০ শিক্ষাবোর্ডে পাসের হার হয়েছে ৬৮.৯১ শতাংশ। যা আগের বছর ছিল ৭৪.৭০ শতাংশ। এই হিসাবে এবার পাসের হার কমেছে প্রায় ৫.৭ শতাংশ।

কেবল পাসের হার নয়, এবার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে জিপিএ ফাইভের সংখ্যাও। গত বছরের চেয়ে ২০ হাজারেরও বেশি কমেছে এই সংখ্যা।

ঢাকাটাইমস/২৩জুলাই/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :