‘সাত সরকারি কলেজের সমস্যার সমাধান শিগগির’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১৫:২৫
শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের চলমান সমস্যা খুব শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আজ (রবিবার) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। অচিরেই এই সমস্যা সমাধান হবে।’

রবিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ে এইচএসসির ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙ্‌লা কলেজ ও সরকারি তিতুমীর কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়। কিন্তু ছয় মাস হলেও এই সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি দেয়া হয়নি। এনিয়ে আন্দোলন করছে এসব কলেজের শিক্ষার্থীরা। গত ২০ জুলাই রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে তারা। এই মিছিলে পুলিশের ছোঁড়া রাবার বুলেট লাগে এক শিক্ষার্থীর চোখে। আহত বেশ হয়েছে বেশ কয়েকজন। ওইদিন ১৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ১২০০ শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এর প্রতিবাদে সাত কলেজে চলছে প্রতিবাদ।

এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সাত কলেজকে ঢাবির অধীনে নিতে ঢাবির ভিসির বেশ আগ্রহ ছিল। তিনি আমাদের চাপও দিয়েছিলেন এটি বাস্তবায়ন করতে। তিনি ওই সময় বলেছিলেন এই সাত কলেজের চাপ মোকাবেলা করতে পারেবন। কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি। এক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কিছু করতে পারি না। কারণ তারা নিজস্ব আইনে চালে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তবে আজকে (রবিবার) কিছু উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে। এ বিষয়ে ঢাবি ভিসি বলা হবে। আশা করছি অগ্রগতি হবে।’

(ঢাকাটাইমস/২৩জুলাই/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :