কাদেরের বক্তব্যে ষড়যন্ত্র দেখছেন মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১৬:৪০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসবেন না- আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে ষড়যন্ত্র দেখছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার দেশে ফেরা চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন খালেদা জিয়া আর দেশে ফিরবেন না। তার এই বক্তব্যের মধ্যে ষড়যন্ত্র রয়েছে।’

রবিবার রাজধানীতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন। ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে নাগরিক প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট নামে বিএনপিপন্থী একটি সংগঠন।

সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার মতো, ওই ওয়ান ইলেভেনের সময় সাহস করে তিনি ফিরে আসবেন কি না, মামলার ভয়ে আবার সময় বর্ধিত হবে কি না, সেটা কেবল সময়ই বলে দেবে।’

খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ নিজেই ষড়যন্ত্র করছে নির্বাচনকে নিয়ে। এই ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার জন্য, খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নির্বাচন কমিশনের দেয়া রোডম্যাপের আগে সহায়ক সরকারের ফয়সালা দিতে হবে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘এই ফয়সালা হতে পারে টেবিলে, ফয়সালা হতে পারে মাঠে। তবে আমরা চাই সহায়ক সরকারের এই ফয়সালা হোক শান্তিপূর্ণভাবে।’

খালেদা জিয়া লন্ডন থেকে ফিরেই সহায়ক সরকারের রূপরেখা দেবেন উল্লেখ করে মোশাররফ বলেন, ‘এই রূপরেখা কারও পক্ষেও নয় আবার কারও বিপক্ষেও নয়। এটি একটি সমঝোতার বা আলোচনার প্রস্তাব। সকল দলের সমঝোতা না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, চেয়ারপাসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।

ঢাকাটাইমস/২৩জুলাই/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :