আগে ব্যাটিংই করতাম: রাব্বী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ১৯:০৮

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বী। তিনি এখন পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন। সামনে বাংলাদেশ জাতীয় দলের পরপর দুইটি সিরিজ রয়েছে। একটি হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অপরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এই দুই সিরিজ সামনে রেখে এখন মিরপুরে অনুশীলন করছে জাতীয় দলের ক্রিকেটাররা। সিরিজ দুইটির জন্য নিজেকে প্রস্তুত করছেন সবাই। রবিবার নিজের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন পেসার কামরুল ইসলাম রাব্বী।

কামরুল ইসলাম রাব্বী বলেন, ‘এখনও পুরোপুরি ছন্দে বল করিনি। কারণ, এখন আমাদের স্পট বোলিং সেশন চলছে। সবকিছু ভালোভাবে করার চেষ্টা করছি। আমি রিভার্স সুইং নিয়ে কাজ করতে চাই। কারণ, বোলিংয়ের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ’।

বর্তমানে পেসার হিসেবে পরিচিতি পেলেও তিনি যখন খেলা শুরু করেন তখন ব্যাটসম্যান হিসেবে খেলতেন। কিন্তু পরবর্তীতে হয়ে গিয়েছেন একজন পেসার।

এ বিষয়ে রাব্বী বলেন, ‘আমি শুরুর দিকে ব্যাটিংই করতাম। কিন্তু পরে সেভাবে সুযোগ পায়নি। তাই সেভাবে ব্যাটিং করা হয়নি। কিন্তু এখন যখন ব্যাট করতে নামি তখন আত্মবিশ্বাসের সঙ্গে খেলি’।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :