শিরোপা জিততে ভারতীয় নারীদের প্রয়োজন ২২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ২০:১৯

আইসিসি নারী বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজ। লন্ডনের লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ফলে, শিরোপা জিততে হলে ভারতকে করতে হবে ২২৯ রান।

ইংল্যান্ডের পক্ষে লরেন উইনফিল্ড ২৪, ট্যামি বিউমন্ট ২৩, সারাহ টেইলর ৪৫, নাটালি স্কিভার ৫১, ক্যাথেরিন ব্র্যান্ট ৩৪ ও জেনি ‍গুন ২৫ রান করেন। ভারতের পক্ষে ঝুলন গোস্বামী ৩টি, রাজেশ্বরী গায়াকওয়াদ ১টি, পুনম যাদব ২টি করে উইকেট নেন।

প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। আর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। গত ২৩ জুন আটটি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড নারী দল ইনিংস: ২২৮/৭ (৫০ ওভার)

(লরেন উইনফিল্ড ২৪, ট্যামি বিউমন্ট ২৩, সারাহ টেইলর ৪৫, হিদার নাইট ‍১, নাটালি স্কিভার ৫১, ফ্রান উইলসন ০, ক্যাথেরিন ব্র্যান্ট ৩৪, জেনি ‍গুন ২৫*, লরা মার্শ ১৪*; ঝুলন গোস্বামী ৩/২৩, শিখা পান্ডে ০/৫৩, রাজেশ্বরী গায়াকওয়াদ ১/৪৯, দ্বীপ্তি শর্মা ০/৩৯, পুনম যাদব ২/৩৬, হরমনপ্রীত কাউর ০/২৫)।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :