ডা. বিষ্ণুপদ পতি স্মরণে কুমুদিনীতে স্মরণ সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ২১:৫৯

কুমুদিনী হাসপাতালের সাবেক মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. বিষ্ণুপদ পতির মহাপ্রয়াণে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ভারতেশ্বরী হোমসে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় চার ধর্মের পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় ভারতেশ্বরী হোমস্ এর শিক্ষক ও ছাত্রীরা অংশ নেন।

গত ২১ জুলাই লন্ডন সময় ১১.২৫ মিনিট এবং ২২ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫.২৫ মিনিটে লন্ডনের বারনেট হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

স্মরণসভায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দী, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, কুমুদিনী মেডিকলে কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, ডা. ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা প্রতিভা হালদার প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

এ প্রার্থনা সভায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি সকলের উদ্দেশ্যে ডা. বিষ্ণুপদ পতির সংক্ষিপ্ত জীবন কাহিনী আলোচনা করেন।

ডা. বিষ্ণুপদ পতি ভারতের মেদেনীপুর জেলার তমুলকে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাখাল চন্দ্র পতি। তিনি কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার কনিষ্ঠ জামাতা।

তিনি কলকাতার আর জি কর মেডিকলে কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক ও যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :