আশানুরূপ ফল না হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ২২:২০

এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় কীটনাশক পান করে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম জান্নাতুল নাঈমা ইতি (২০)।

রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মৃত জান্নাতুল নাঈমার বড় বোন শারমিন আক্তার বলেন, নাঈমা ইতি এবার রামপালের একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কয়েকদিন আগে আমার বড় মগবাজারের আমবাগানের বাসায় বেড়াতে আসে। আজ পরীক্ষার ফলাফল প্রকাশ পর মনমতো ফল না হওয়ায় সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়।

নাঈমা ইতি বাগেরহাট জেলার রামপাল থানার বাশখালী গ্রামের আবদুল খালেকের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাঈমার মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা রয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :