নেত্রকোনায় গাছে বেঁধে শিশু নির্যাতনের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ২২:২৭

নেত্রকোনার মদন উপজেলায় সিগারেটের প্যাকেট চুরির অভিযোগে এক শিশুকে দড়ি দিয়ে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার মাজহারুল মিয়া মদন গ্রামের দিনমজুর আজারুল ইসলামের ছেলে।

রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মদন সদরের জাহাঙ্গীরপুর এলাকার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে।

স্থানীয় সাংবাদিক ও মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ দাস এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ফুটপাতে শান্ত মুন্সি নামে এক ব্যক্তির পান-সিগারেটের দোকান রয়েছে। দোকানটিতে এসে শিশুটি একটি সিগারেটের প্যাকেটে হাত দেয়। সঙ্গে সঙ্গে দোকানদার শিশুটিকে একটি গাছে বেঁধে ফেলে। প্রায় দেড়ঘণ্টা বেঁধে রাখার পর এলাকাবাসী শিশুটির বাঁধন খুলে দেয়।

এলাকার চানগাও গ্রামের বাসিন্দা মুকুল মিয়া জানান, দুপুরের দিকে ছেলেটিকে বেঁধে রাখার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকার অন্যদের সঙ্গে নিয়ে শিশুটির বাঁধন খুলে দেই।

নির্যাতনের স্বীকার শিশু মাজহারুল বলে, আমি একটি সিগারাটের প্যাকেট হাতে লইতেই এইলা (দোকানদার) আমারে দইরা গাছের লগে বাইদে রাহে। আমি চুরট চুরি করতে আইছি না।

দোকানদার শান্তু মুন্সি বলেন, সিগারেটের প্যাকেট চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে তাকে গাছে বেঁধে রেখেছিলাম

মদন থানার পরিদর্শক মাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে শান্ত মুন্সিকে পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা দোকানদারেরাও মুখ খোলেননি। শিশুটিও বাড়িতে ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :