‘জিপিএ-ফাইভ সব নয়, শিক্ষার মান ধরে রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২৩:১১ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ২২:৫৮

জিপিএ-৫ পেতেই হবে, না পেলে তারা ভালো শিক্ষার্থী নয় এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার মানই আসল।

রবিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন ফেরদৌসের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এবার আপনাদের প্রতিষ্ঠানের ফলাফল আশানুরুপ হয়েছে কি না জানতে চাইলে নাজনিন ফেরদৌস বলেন, এবার মূল্যয়ন পদ্ধতি নতুন চালু করা হয়েছে। সেজন্য হয়তো শিক্ষার্থীরা এর সঙ্গে খাপ-খাওয়াতে পারেনি। তবে সারাদেশের ফলালের হিসাবের সঙ্গে তুলনা করলে আমাদের ফলাফল সন্তোষজনক।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যবই ভালো করে পড়তে হবে। পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে।

আপনাদের প্রতিষ্ঠানে মানবিক বিভাগের ফল অন্য বিভাগ থেকে তুলনামূলক খারাপ হয়েছে- এমন প্রশ্নের জবাবে নাজনিন ফেরদৌস বলেন, মানবিক বিভাগের শিক্ষাথীরা বেশির ভাগই বাইরের স্কুল থেকে এসেছে। তারা একটু কম জিপিএ নিয়ে ভর্তি হয়েছে।

নতুন পদ্ধতির ব্যাপারে তিনি বলেন, অবশ্যই এ পদ্ধতি ভালো পদ্ধতি। আমাদের শিক্ষার মানটা ধরে রাখতে হবে। জিপিএ-ফাইভই সব নয়।

যারা তুলনামূলক খারাপ রেজাল্ট করেছে তাদের উদ্দেশ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, আশা করি তারা সামনের পরীক্ষাগুলোতে ভালো করে প্রস্তুতি নেবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় ভালো করবে।

নতুন মূল্যয়ন পদ্ধতিতে শিক্ষার্থীরা আস্তে আস্তে অভ্যস্থ হয়ে যাবে বলে নাজনিন ফেরদৌস বলেন, এবার যারা প্রথম বর্ষে আছে তারা বুঝবে কীভাবে প্রশ্নপত্র মূল্যায়ন হয়েছে। সেজন্য তারা সেভাবে প্রস্তুতি নিতে পারবে। আর কিছু কিছু বিষয় ছিল এবারই প্রথম সৃজনশীল হয়েছে। এতে হয়তো এ বিষয়ও শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে উঠবে। যেমন গণিত, পরিসংখ্যান, আইসিটি এবারই সৃজনশীল চালু হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :