টানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ২৩:৪৪
মহেশখালীর মাতারবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে।

টানা ভারী বর্ষণে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সমুদ্রতীরের জেলা কক্সবাজারে। অবিরাম বর্ষণের সাথে জোয়ারের পানি এক হওয়ায় বিপদ আরও বেড়ে গেছে। পানির তোরে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কক্সবাজার জেলার নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

শুধু তাই নয় শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে জেলা শহর ছাড়াও বিভিন্ন স্থানের রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশেষ করে মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা, কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধে ভাঙন আর রাস্তাঘাটের ক্ষতির মাত্রাটা বেশি হয়েছে। তলিয়ে গেছে শহরের সমিতিপাড়া, এসএমপাড়া, কলাতলীসহ বিভিন্ন এলাকা।

শনিবার গভীর রাত থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়। রবিবার রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তা অব্যাহত ছিল।

রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। তিনি আরও বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমি বায়ু না কমা পর্যন্ত বৃষ্টিপাত হবে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :