কাবুলে আত্মঘাতী গাড়ি বোমায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৭:৩৫ | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১১:২৬

আফগানিস্তানের কাবুলে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে ৩৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান।

স্থানীয় সময় সোমবার সকাল সাতটায় কাবুলের পশ্চিম অংশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি, রয়টার্স। কাবুলের একটি মসজিদে ‘আইএস’’ এর হামলায় চারজন নিহত হওয়ার দুই সপ্তাহের পর এই হামলার ঘটনা ঘটল।

ব্যস্ত সময়ে এই হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে মূলত শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। হাজারাদের অধ্যুষিত ওই এলাকায় দেশটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মোহাক্বীক বসবাস করেন। কিন্তু কী কারণে এ হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

জঙ্গি গোষ্ঠী তালেবান দাবি করেছে, তারা এই হামলার চালিয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছিল।

নিহত ১৩ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে ও আহত ১৭ জনকে ভর্তি করা হয়েছে বলে কাবুলের সিটি হাসপাতালের পরিচালক সালিম রাসৌলি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ এসব হামলার জন্য তালেবান বা আইএসকে দায়ী করেছে।

গত মে মাসে কাবুলের কূটনৈতিকপাড়ায় ট্রাকে বিস্ফোরক বোঝাই করে চালানো এক আত্মঘাতী হামলায় অন্তত দেড়শ মানুষের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :