‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ পাচ্ছেন যারা

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১২:৪৭ | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১১:৪২

কয়েক ঘণ্টা বাদেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদানের জাঁকজমক অনুষ্ঠান। চলুন তবে নজর বুলিয়ে নেয়া যাক সোমবার সন্ধ্যার এ আয়োজনে কাদের হাতে উঠছে এবারের আসরের পুরস্কার।

আজীবন সম্মাননা পাচ্ছেন এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী চিত্রনায়িকা শাবানা ও সঙ্গীতজ্ঞ ফেরদৌসি রহমান। ‘বাপজানের বায়োস্কাপ’ ও ‘অনিল বাগচীর একদিন’ যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, মো. রিয়াজুল মওলা রিজু এবং মোরশেদুল ইসলাম যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, প্রধান চরিত্রে শাকিব খান ও মাহফুজ আহমেদ যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা ও জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করছেন।

এ ছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা গাজী রাকায়েত ও শ্রেষ্ঠ অভিনেত্রী তমা মির্জা। খল চরিত্রে শ্রেষ্ঠ ইরেশ যাকের ও শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছেন যারা যারিব। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রমিয়া রহমান, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সানী জুবায়ের, শ্রেষ্ঠ গায়ক যুগ্মভাবে সুবীর নন্দী ও এস আই টুটুল, শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াংকা গোপ, শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম, শ্রেষ্ঠ সুরকার এস আই টুটুল, শ্রেষ্ঠ কাহিনিকার মাসুম রেজা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যুগ্মভাবে মাসুম রেজা ও মো. রিয়াজুল মওলা রিজু, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হুমায়ুন আহমেদ, শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক সামুরাই মারুফ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা মুসকান সুমাইয়া ও শ্রেষ্ঠ মেক-আপম্যান হিসেবে পুরস্কার পাবেন শফিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লা এবং তথ্যসচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নায়িকা পূর্ণিমা ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :