ফরিদপুরে তিন মৎস্য চাষীকে সম্মাননা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১৩:২৩

‘মাছ চাষে গড়বো দেশ, বলদে দেব বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে জেলার সেরা তিন চাষীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

শহরের হারুকান্দি জেলা মৎস্য অফিস মিলনায়তনে মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের সম্মাননা দেয়া হয়।

তিন শ্রেণিতে তিন সেরা মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। তারা হলেন- বড় মাছ চাষী ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার বাবুল খান, পোনা উৎপাদনকারী সদর উপজেলা গেরদার সৈয়দ ইয়াদগার সুলতান এবং মাছ চাষী বোয়ালমারী উপজেলার গোপাল কুমার বিশ্বাস পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক কার্তিক চন্দ্র সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম প্রমুখ।

ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :