নেইমারকে ‘রাজার হালে’ রাখবে পিএসজি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৩:৩৬ | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১৩:৩২

২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে নিতে চায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। নেইমার সত্যিই যদি পিএসজিতে যোগ দেন তবে পাবেন এককালীন ৪০ মিলিয়ন ইউরো। সঙ্গে প্রাইভেট জেট বিমান। এছাড়া পিএসজির বোর্ডের মালিকানাধীন হোটেল থেকে যে আয় হবে, তার একটা অংশও নেইমারকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এদিকে নেইমারকে ধরে রাখতে মরিয়া বার্সা। নেইমার ক্যাম্প ন্যুতে থাকছেন সম্প্রতি বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমে এমন আশাবাদই সতীর্থদের। সার্জি রবার্তো বলেন, ‘বর্তমানে নেইমারের জায়গা বদল হয়েছে। ও আসলে অনেক গুনের অধিকারী। আজ সে মিডফিল্ডে খেলেছে। ভালোও করেছে। সামনের দিনগুলোতে তাকে নিয়ে ভাবা হবে।’

‘নেইমার বেশ ভালো একজন ফুটবলার। গত বছরটা তার কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। আমরা তার অবস্থা বুঝেছি।’ মন্তব্য সার্হি সাম্পারের।

বার্সার গোল মেশিন খ্যাত লিওনেল মেসি বলেন, ‘আমি তাকে চিনি। সে প্রতিনিয়ত বিস্ময়ের জন্ম দিতে পারে। আমি তাকে সাহায্য করার চেষ্টা করব, যাতে আমরা বেশি বেশি শিরোপা জিততে পারি।’

হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘আশা করি, নেইমার আরও অনেক বছর বার্সেলোনায় থাকবে।’ আর সার্জিও বুসকেটস নেইমারকে নিয়ে বলেন, ‘নেইমার বার্সায় যেভাবে আছে অন্য কোথাও এর চেয়ে ভালো দল খুঁজে পাবে না। মানে বার্সার বিকল্প পাবে না ও। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’ নেইমারের সঙ্গে দেওয়া পোস্টের নিচে ছোট ক্যাপশনে পিকে জানান, ‘সে (নেইমার) থাকছে।’

(ঢাকাটাইমস/২৪জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :