ঠাকুরগাঁওয়ে একজনকে কুপিয়ে হত্যা, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১৬:০৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের নয়াবন্দর নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত খলিলুর রহমান উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর নয়াবন্দর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল খলিলুরের পরিবারের। গত শুক্রবার অনুষ্ঠিত সালিশে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও মীমাংসা হয়নি। সোমবার পুনরায় মীমাংসায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই রবিবার গভীর রাতে খলিলুরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে খুন করা হয়। জমি নিয়ে বিরোধের জেরেই খলিলুর খুন হতে পারেন বলে স্থানীয়দের অনেকে ধারণা করলেও এখনো সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ খুন হতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আকবর আলী, আব্দুর রহিম ও আ. সোবহান নামে তিনজনকে আটক করা হয়েছে।

ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :