হাছান মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১৬:২৮

খালেদা জিয়া দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করতে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ দাবি তোলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে আবেদন জানিয়েছেন বিএনপি নেতার আইনজীবীরা। খালেদা জিয়ার দুর্নীতির দুই মামলা চলছে যে আদালতে সে আদালতেই এই আবেদন করেন তারা। তবে বিচারক আখতারুজ্জামান এ বিষয়ে কোনো আদেশ দেননি।

সোমবার পুরান বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালতে শুনানিকালে এই আবেদন করেন বিএনপি নেতার আইনজীবীরা। দুর্নীতির দুই মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়া আদালতের অনুমতি ছাড়া গত ১৫ জুলাই লন্ডন যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। এই আদেশের ওপর শুনানিকালেই এই ঘটনা ঘটে।

বিএনপি নেত্রী লন্ডন সফরের পর থেকেই আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, খালেদা জিয়া মামলা থেকে বাঁচতে বিদেশে চলে গেছেন। রবিবার রাজধানীতে এক আলোচনায় তিনি খালেদা জিয়া ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করার দাবি তোলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি নেত্রী ১৫০ দিন মামলার হাজিরা দেন নাই। তিনি আদলতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং তিনি আদালতের নির্দেশ না নিয়েই বিদেশে গিয়েছেন। তাই আমি সরকারের কাছে দাবি জানাব খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে, তিনি বিমানবন্দরে আসলে তাকে গ্রেপ্তার করা হোক।’

হাছান মাহমুদের এমন বক্তব্য আদালত অবমাননার শামিল এমন দাবি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে বলেন, ‘আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাওয়ার ঘটনা নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন।’

পত্রিকার উদ্ধৃতি দিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘হাছান মাহমুদ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বলেছেন, বেগম খালেদা জিয়া পালিয়ে গেছেন। সেখানে তিনি জঙ্গিদের সঙ্গে বৈঠক করছেন। তাকে ফিরিয়ে আনতে বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানান।’ এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কথা উল্লেখ করে খালেদার আইনজীবীরা বলেন, ‘প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, যে তিনি (খালেদা জিয়া) ইয়াতিমের টাকা মেরে খেয়েছেন। তারা যদি এমন কথা বলে তাহলে আর আদালতের প্রয়োজন কি?’

তবে বিচারক বিএনপি নেতাদের কথা মনোযোগ সহকারে শুনলেও কোনো আদেশ দেননি।

ঢাকাটাইমস/২৪জুলাই/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :