মির্জাপুরে পুরস্কৃত করা হল তিন মাছচাষিকে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১৮:১৯

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়েছে।

মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আজ সোমবার উপজেলা পরিষদ মিলানায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

তারা হলেন- মাছের পোনা উৎপাদনের জন্য রাধূ রাজবংশী, রুই জাতীয় মাছ চাষের জন্য ইসমাইল খান ও মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য মো. হযরত আলী মিঞাকে পুরস্কৃত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া।

র‌্যারি, আলোচনা সভা, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাছের অভয়াশ্রম সম্পর্কে বিভিন্ন হাট বাজারের সচেতনামূলক পথ সভা করাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :