ঢাকা ডায়নামাইটসে জিম্বাবুয়ের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ১৯:০৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। এই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে দলটি। ঢাকা ডায়নাইটসের ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গ্রায়েম ক্রেমার মূলত একজন লেগস্পিনার। সেই সাথে তিনি মোটামুটি ব্যাটও করতে পারেন। সম্প্রতি তারই নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় জিম্বাবুয়ে।

ঢাকা ডায়নামাইটস ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকে দলে ভেড়ানো চেষ্টা চালাচ্ছে। দলটি ইতোমধ্যে কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এর মধ্যে রয়েছেন শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ আমির, সুনিল নারিন, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, এভিন লিউইস ও রভম্যান পাওয়েল।

এবারও ঢাকা ডায়নাইটসের হয়ে খেলবেন আইকন খেলোয়াড় সাকিব আল হাসান। গত আসরে তারই নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছিল দলটি। বিপিএলের প্রথম দুই আসরে মাশরাফি বিন মর্তুজার হাত ধরে শিরোপা জিতেছিল ঢাকা গ্লাডিয়েটরস।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :