ঝিনাইদহে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ২০:৫২

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ঝিনাইদহে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নের অন্তরায় এ বিষয়ে বিতর্কে অংশ নেয় কে সি কলেজের শিক্ষার্থীরা।

সরকারি কে সি কলেজের উপাধ্যক্ষ সুনীল কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবির, সরকারি কে সি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আসাদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অশোক কুমার মল্লিক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ২৬ জুলাই আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :