সিএনসির সম্মাননা পদক পেলেন লিয়াকত আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২১:৪৫ | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ২১:৪৪

সেন্টার ফর ন্যাশনাল কালচারের (ডিএসসি) সম্মাননা পেয়েছেন লেখক, গবেষক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী। তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক এবং মিরপুর মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষাসচিব।

সোমবার বিকালে রাজধানীর মগবাজারে নজরুল একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেয়া। মনীষী সৈয়দ আলী আহসান স্মরণে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা পদক তুলে দেন এই গবেষকের হাতে।

মাওলানা লিয়াকত আলী কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্নের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যায়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। প্রায় তিন দশক ধরে তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত।

মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদের তত্ত্বাবধানে পরিচালিত সাহিত্য ও সাংবাদিকতা বিভাগের প্রধান তিনি। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করে অনেকেই মূলধারার গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন।

মাওলানা লিয়াকত আলীর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ২০টি। তাঁর অসংখ্য লেখা দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাকাল থেকে পবিত্র রমজানে প্রথম পৃষ্ঠায় সিঙ্গেল কলামে তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। সেই লেখার জন্যই তাকে এই সম্মাননা পদক দেয়া হয়।

মনীষী সৈয়দ আলী আহসান এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি লিলি হক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্পাদক ও লেখক মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, আশীষ-উর-রহমান ও মুহাম্মদ ফয়জুল কবীর প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জাহাঙ্গীর আলম ও মিযানুর রহমাল জামীল।

মাওলানা লিয়াকত আলী তার আলোচনায় সৈয়দ আলী আহসানের জীবনের শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন। তাঁকে সম্মানিত করায় তিনি সিএনসির প্রতি কৃতজ্ঞতা জানান।

(ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :