কনফারেন্সে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জগন্নাথের ভিসি

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ২২:২৪

ভাইস চ্যান্সেলর ফোরাম অন ইউনিভার্সিটিজ ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের জন্য তুরস্কে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান।

সোমবার দিবাগত রাত ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান আগামী ২৬ ও ২৭ জুলাই ২০১৭ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দেবেন। এর উদ্বোধনী অনুষ্ঠান তুরস্কের রাজধানী আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

এই কনফারেন্সে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আন্তঃসহযোগিতা এবং শিক্ষা সংশ্লিষ্ট যোগাযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে ভিসি তুরস্ক অবস্থানকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/আইএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :