রামুতে পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু

রামু প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৭, ০৯:৪৪ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ০৯:২৮

টানা বর্ষণে কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন তাদের বাবা জিয়াউর রহমান।

সোমবার রাত একটার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যার ঘোনা পাহাড়তলি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. জিশান (৭) ও তার বোন সায়মা আক্তার (৫)। আহত হয়েছেন তাদের বাবা জিয়াউর রহমান। তাদের বাড়ি কাইম্যার ঘোনা পাহাড়তলি এলাকায়। আহত ব্যক্তির অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

জানা গেছে, রাতে পাহাড় ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় শিশু সায়মা ও জিশান মারা যায়। আহত হয় তাদের বাবা জিয়াউর রহমান। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সাধারণের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।আহত জিয়াউর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুচ ভূট্টো একই পরিবারের দুইজনের মৃত্যু এবং একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :