বনানীতে অভিনেত্রী ধর্ষণ মামলার প্রতিবেদন পেছাল

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১২:০৫

জন্মদিনের দাওয়াতের কথা বলে রাজধানীর বনানীতে এক অভিনেত্রীকে ধর্ষণের দায়ে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসাইন নতুন করে দিন ধার্য করেন।

মামলাটির একমাত্র আসামি বাহাউদ্দিন ইভানকে গত ৭ জুলাই চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৩ জুলাই ইভান ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

গত ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় নিয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ইভান নামে এক যুবকের বিরুদ্ধে। পরদিন ওই অভিনেত্রী ধর্ষণের অভিযোগ এনে বনানী থানায় ইভানকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। এরপর গত ৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব।

মামলার অভিযোগে বলা হয়, গত ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভানের সঙ্গে ওই অভিনেত্রীর বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে তারা দেখা-সাক্ষাৎ ও ঘোরাঘুরি করতেন। চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন রাতে ইভান ফোন করে ওই অভিনেত্রীকে জন্মদিনের কথা বলে তার বাসায় যেতে বলেন এবং তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে জানান। ওই অভিনেত্রী বাসায় গিয়ে কাউকে না দেখে জানতে চাইলে ইভান জানায়, তার বাবা-মা অসুস্থ। তাই ঘুমিয়ে আছেন। জোরে কথা বলা যাবে না। এরপর রাতে খাবার খাওয়ায় এবং অজান্তে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। এরপর রাত দেড়টায় ইভান তাকে ধর্ষণ করে। পরে চিৎকার করতে থাকলে রাত সাড়ে তিনটায় তাকে বাসা থেকে বের করে দেয়।

ঢাকাটাইমস/২৫জুলাই/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :