যানজটে স্থবির বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১৫:৪৮

উত্তরাঞ্চলের দুই জেলা সিরাজগঞ্জ ও বগুড়া রুটে সাড়ে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়েছে শত শত যানবাহন। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আটকে পড়া এসব যানের যাত্রীদের। গতকাল দুপুর থেকে এই রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাস্তা ভাঙা থাকায় এবং বৃষ্টির কারণে যানজট ভয়াবহ আকার ধারণ করছে। দীর্ঘ সময় বিরতির পর হঠাৎ যান চলাচল শুরু হলেও তা কিছু সময়ের জন্য স্থায়ী হয়।

বাসে করে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন আল-আমিন নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র। ঢাকাটাইমসকে তিনি জানান, ‘গতকাল রাত ১১টায় ঢাকায় আসার জন্য আমি বগুড়ায় বাসে উঠি। ১৫ ঘণ্টা পর আজ দুপুর আড়াইটায় সিরাজগঞ্জ পৌঁছেছি। অথচ এই জায়গা পাড়ি দিতে সর্বোচ্চ সময় লাগে দেড় ঘণ্টা। কখন ঢাকায় পৌঁছবো আল্লাহই ভালো জানেন।’

তিনি আরও জানান, ‘আমি এই রুটে নিয়মিত চলাচল করি। ঈদের সময় যানজট থাকলেও এত সময় লাগে না। যত টানা সময় লাগছে এখন।’

যানজটের ব্যাপারে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ কনস্টেবল আলী আব্দুল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘বেশ কয়েকদিনের বৃষ্টির কারণে সিরাজগঞ্জ সড়কের কিছু স্থান এখনো মেরামত করা হয়নি। গতকাল রাতে বেশি বৃষ্টিপাত থাকার কারণে আজকে সকাল থেকে ঢাকামুখী সব ভারি ট্রাক একযোগে চলাচল করছে। সেই কারণের আজকে যানজটের পরিমাণটা একটু বেশি।’

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘যানজট কমাতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’

ঢাকাটাইমস/২৫জুলাই/এসও/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :