লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১৭:০৫

লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলী এলাকায় স্ত্রী ফাতেমা বেগম হত্যা মামলায় স্বামী জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদ- ও ১০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফাতেমা বেগম নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ প্লাস্টিকের বস্তায় ভর্তি করে বাড়ির পাশে ডোবায় লুকিয়ে রাখেন। ওই বছরের ১ মে বিকেলে প্লাস্টিকের বস্তা ভর্তি ডোবা থেকে ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন সদর থানায় নিহতের ভাই ছফি আহাম্মেদ বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০০৪ সালের ২ জুন তদন্ত করে জসিম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

অতিরিক্তি পাবলিক প্রসিউকিউটর মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করছেন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :