বর্ষায় বেড়াতে যাবেন?

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:১০ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১৭:০৮

বর্ষায় বাংলার প্রকৃতি পেখম মেলে। সবুজ ফিরে পায় নব যৌবন। গ্রাম বাংলার ভেজা প্রকৃতির অনন্য এই রূপ আস্বাদনের এইতো সময়। বেড়িয়ে আসুন বাংলার আনাচ কানাচ থেকে।

সুন্দরবন

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ছয় হাজার বর্গকিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে সুন্দরবনের অবস্থান৷ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবন স্থান পায় ১৯৯৭ সালে৷ রয়েল বেঙ্গল টাইগারসহ নানান বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পৃথিবীর সবচেয়ে বড় এ শ্বাসমূলীয় বন৷ বর্ষায় এই বন তার সবটুকু মেলে ধরে৷ এ সময়ে বন্যপ্রাণীও দেখা যায় প্রচুর৷

ভাসমান পেয়ারা বাজার

দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার কীর্তিপাশা খালে বর্ষা মৌসুমে বসে শতবর্ষী পুরনো ভাসমান বাজার৷ চোখ জুড়ানো এই বাজারটির সৌন্দর্য বর্ষায় পর্যটকদের মুগ্ধ করে৷ এ অঞ্চলে প্রচুর পেয়ারার চাষাবাদ হয় বলে এ বাজারের প্রধান পণ্য পেয়ারা৷ এছাড়া অন্যান্য মৌসুমী ফল ও শাক সবজিও বিক্রি হয় এ বাজারে৷

টাঙ্গুয়ার হাওর

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে টাঙ্গুয়ার হাওরের অবস্থান৷ শীতে বাংলাদেশের সবচেয়ে বড় এ হাওরের পানি কমে গেলেও বর্ষা মৌসুমে কানায় কানায় ভরে যায়৷ এ সময় জায়গাটির সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ৷

শ্রীমঙ্গলের চা বাগান

বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে৷ বর্ষা মৌসুমেই চা বাগানগুলোতে কর্ম চাঞ্চল্য থাকে, বাগানগুলোও থাকে বেশি সবুজ, সতেজ৷ চা বাগানে ভ্রমণের উপযুক্ত সময় তাই বর্ষাকাল।

বিছনাকান্দি

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় ভারত সীমান্ত ঘেঁষে অপরূপ এই জায়গার অবস্থান৷ বর্ষা মৌসুমেই মেঘালয়ের পাহাড়ি ঝরনাধারা প্রবল হয়ে ছড়িয়ে পড়ে বিছানাকান্দির পাথরের বিছানার ওপর৷ এ জায়গাটিতেও ভ্রমণের আদর্শ সময় তাই বর্ষাকাল৷

রাতারগুল জলাবন

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই জলাবন৷ এটি বছরের প্রায় অর্ধেকেরও বেশি সময় পানিতে নিমজ্জিত থকে৷ শুধুমাত্র বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে পুরো জঙ্গল ডুবে থাকে পানিতে৷ রাতারগুলের প্রকৃত সৌন্দর্য দেখতে তাই যেতে হবে বর্ষায়৷

পান্তুমাই ঝরনা

গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীর জলধারা আসে মূলত ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে৷ মেঘালয়ের পাহাড়ের এমনই একটি ঝর্ণা আছে পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রাম ঘেঁষে৷ আর এ ঝর্ণার আসল রূপ দেখা যায় কেবল বর্ষা মৌসুমে৷

চলনবিল

বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল৷ নাটোর, সিরাজগঞ্জ আর পাবনা – এই তিন জেলা জুড়ে এর বিস্তৃতি৷ শুকনো মৌসুমে এ সব বিলে পানি থাকে না৷ তবে বর্ষায় পানিতে টইটুম্বুর হয়ে রূপের পসরা সাজিয়ে বসে এই বিল৷ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দুই পাশে বর্ষা মৌসুমে বিলটি যেন সমুদ্রে রূপ নেয়৷

নীলক্ষা বিল

নরসিংদী জেলার রায়পুরা উপজেলা অবস্থিত এ বিল৷ বর্ষা মৌসুমে এ বিল রূপের পসরা সাজিয়ে বসে৷ এর স্বচ্ছ পানিতে ছোট নৌকায় ঘুরে বেড়ানো যায়৷ ঢাকা থেকে কেউ চাইলে দিনে দিনেই ঘুরে আসতে পারবেন৷

আড়িয়াল বিল

এ বিলটি ঢাকার পাশেই, মুন্সীগঞ্জের শ্রীনগরে৷ প্রায় ১,৬৬,০০০ একর বিস্তৃত মনোমুগ্ধকর এ বিলে বর্ষাকালে নৌকায় ঘুরে বেড়ালেই মন ভালো যাবে৷ শুকনো মৌসুমে পানি শুকিয়ে গেলে এ বিল রূপ নেয় বিস্তীর্ণ শষ্যখেতে৷

(ঢাকাটাইমস/২৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :