বিপিএলে আইকনরা কে কোন দলে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১৭:৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ২ নভেম্বর। কিন্তু ইতোমধ্যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দল গোছানোর অর্ধেক কাজ সেরে ফেলেছে। প্রত্যেকটি দল তারকা বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়াচ্ছে। সেই সাথে প্রায় প্রত্যেকটি দলের আইকন খেলোয়াড়ও ঠিক হয়ে গেছে।

বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। কিন্তু এবার অংশ নিবে আটটি দল। তাই এবার আইকন খেলোয়াড়ের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিপিএলের নতুন আইকন হচ্ছেন মোস্তাফিজুর রহমান। বাকি সাতজন হলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাব্বির রহমান।

গত আসরে চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এবারও সাকিবকে রেখে দিয়েছে ঢাকা। অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদকে ধরে রেখেছে খুলনা টাইটান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এবার আইকন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে। গতবার দলটির আইকন খেলোয়াড় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু এবার তারা দলে নিয়েছে তামিম ইকবালকে। আর মাশরাফি বিন মর্তুজাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সাব্বির রহমানকে দলে নিয়েছে সিলেট।

অন্যদিকে, গত আসরের রানার আপ দল রাজশাহী কিংস দলে ভেড়াচ্ছে মুশফিকুর রহিমকে। গত আসরে বরিশাল বুলসের অধিনায়ক ছিলেন মুশফিক। বরিশাল বুলস দলে নিতে চাচ্ছে মোস্তাফিজুর রহমানকে। সৌম্য সরকারকে দলে নিতে চায় চিটাগং ভাইকিংস।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

বাংলাদেশে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, দলে দুই নতুন মুখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :