মাদক জব্দ, দুই তরুণের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ২১:৩৪

ফরিদপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক করার পর দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম সুমন চন্দ্র দাস।

কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই তরুণ হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার চর বদরপাশা গ্রামের মমিন সিকদার ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার মো. রাসেল।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, মমিনকে ৪৫টি ইয়াবাসহ দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লা এলাকার লাশকাটা ঘরের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়। অপর তরুণ রাসেলকে ৬০০ গ্রাম গাঁজাসহ বেলা সাড়ে ১১টার দিকে শহরের রথখোলা এলাকা থেকে আটক করা হয়। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

নির্বাহী হাকিম সুমন চন্দ্র দাস বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দুই তরুণকে সাজা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :