চুয়াডাঙ্গায় ভুয়া চক্ষু চিকিৎসকের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ২১:৩৪

চুয়াডাঙ্গায় এবার ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আলি হোসেন মার্কেটের সোহাগ অপটিকর্সের চেম্বার থেকে তাকে আটক করা হয়।

রায় ঘোষণার পরপরই দণ্ডিত চিকিৎসক এমডি শামসুর রহমানকে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, এমডি শামসুর রহমান নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘ ৮ মাস ওই চেম্বারে রোগী দেখে আসছিল। সম্প্রতি বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) নজরে আসলে তারা তদন্ত কাজ শুরু করেন। তদন্তে এমডি শামসুর রহমান ভুয়া চিকিৎসক হিসাবে প্রমাণ মেলে।

এরপরই মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম পুলিশের সহযোগিতা নিয়ে ওই চেম্বারে অভিযান চালান। অভিযানের সময় ভুয়া চক্ষু চিকিৎসক তার সনদের কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে আদালতের বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। একই সাথে চেম্বারের মালিক বাবুকে অসর্তকতার জন্য ৫ হাজার টাকা জরিমানা করেন।

রায় ঘোষণার পরে ভুয়া চিকিৎসককে পুলিশি পাহারায় জেলহাজতে প্রেরণ করা হয়।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :