কালকিনিতে জেলা পরিষদের জমি দখল করে ভবন নির্মাণ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ২৩:১৯

মাদারীপুরের কালকিনিতে জেলা পরিষদের জমি দখল করে প্রভাবশালী এক ব্যক্তি পাকা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম আবদুর রাজ্জাক। এ ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে, অভিযুক্ত আবদুর রাজ্জাকের দাবি তিনি তার নিজ জায়গায় ভবন নির্মাণ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আবদুর রাজ্জাক সরদার পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তিনি অবৈধভাবে পাঙ্গাশিয়া মৌজার ৪১নং দাগের জেলা পরিষদের কিছু অংশের জমি দখলে নিয়ে একটি পাকা ভবন নির্মাণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় এলাকাবাসী ক্ষোভের সঙ্গে বলেন, আব্দুর রাজ্জাক নিজের প্রভাব কে কাজে লাগিয়ে এসব কাজ করছেন। এ বিষয় জেলা পরিষদ কোনো ব্যবস্থা না নিলে ধীরে ধীরে জেলা পরিষদের সকল জমি দখল হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

অভিযুক্ত আবদুর রাজ্জাক সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি জেলা পরিষদের জায়গা দখল করিনি। আমি আমার নিজের জায়গায় ভবন নির্মাণ করেছি।

এব্যাপারে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান বলেন, এ বিষয়টি আমি জেনেছি। সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :