দূষণ: রূপগঞ্জে চার কারখানাকে ৬১ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ২৩:৪৭

পরিবেশ দূষণেল দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে ৬১ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধ্যায় অধিদপ্তরের পরিচালকের পক্ষে উপ-পরিচালক আসাদুল হক এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ অংশ হিসেবে এ জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গম করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের দায়ে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে উপজেলার রূপসী নিটওয়্যার মিলস লিমিটেডকে ৪৭ লাখ ৩০ হাজার ৮৮০, পূর্বাচল পেপার মিলস লিমিটেডকে ৬ লাখ ৩২ হাজার ৩২০, আর এ জেড ওয়াশিং প্লান্ট ৪ লাখ ৫৫ হাজার ৬৮০ ও হাশেম পেপার মিলস লিমিটেডকে ৩ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :