বরিশাল সিটি মেয়রসহ তিন জনের বিরুদ্ধে মামলা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ০০:০১

প্ল্যান পাস না দিয়ে ভোগ দখলীয় রেকর্ডের সম্পত্তিতে থাকা বাউন্ডারি ওয়াল অপসারণের নোটিশ দেয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সিনিয়র সহকারী জজ হাদিউজ্জামান বিচারাধীন আদালতে একই পরিবারের তিনজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সিটি মেয়র, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে বিবাদী করা হয়।

মামলার বাদীরা হচ্ছেন- কাশিপুর ইছাকাঠির স্বর্গীয় বাবুল কুমার মুখার্জীর স্ত্রী শান্তা মুখার্জী ও তাদের দুই ছেলে অনিন্দ্য মুখার্জী ও পার্থ প্রতীম মুখার্জী।

বাদীরা মামলার আরজিতে বলেন- তারা ওয়ারিশ সূত্রে ২৫ শতাংশ জমির রেকর্ডিয় মালিক। তারা দীর্ঘদিন যাবৎ ওই জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। নিয়মিত সিটি করপোরেশনের সব ধরনের বিল পরিশোধ করেন। গতবছর ৮ নভেম্বর বাড়ির প্ল্যান পাস করার দাবি জানিয়ে বিবাদীদের নিকট আবেদন করেন। বিবাদীরা তাদের প্ল্যান পাস না দিয়ে গত ২৪ জুলাই নোটিশ দিয়ে নিজ জমিতে থাকা বাউন্ডারি ওয়াল ৩ দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেয়। অন্যথায় তাদের সম্পত্তি হতে বেদখল করার হুমকি দেয়া হয়।

বিবাদীদের বে-আইনিভাবে দেয়া নোটিশ বাতিলের আদেশ চেয়ে মামলা দায়ের করলে আদালত আদেশের জন্য রেখে দেন বলে আদালত সূত্র জানায়।

(ঢাকাটাইমস/২৬জুলাই/ প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :