বরিশালে কৃষককে পিটিয়ে হত্যা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৩:৩৫ | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৩:২৮

বরিশালের মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামে জমি নিয়ে বিরোধে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তার নাম আমজাদ কবিরাজ। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আমজাদ কবিরাজ ওই এলাকার আদম আলী কবিরাজের ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইয়েদ আহমেদ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে ওয়াজেদ হাওলাদারের সঙ্গে আমজাদ কবিরাজের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে আমজাদ কবিরাজ ওই জমিতে হাল চাষ করতে গেলে ওয়াজেদ হাওলাদার লোকজন নিয়ে বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধ আমজাদ কবিরাজকে আহত করেন।

দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক প্রসনজিৎ সাহা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর পুলিশ গিয়ে ওয়াজেদ হাওলাদারসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় মামলা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হবে।

ঢাকাটাইমস/২৬জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :