দিল্লি পুলিশের কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৬:৫৯ | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৬:৫২
ছবি: প্রতীকী

রক্ষকের ভূমিকা থেকে ভক্ষকের ভূমিকা নিতে পুলিশকে হরহামেশাই দেখা যায়। দুর্ব্যবহার, দুর্নীতি, নারীদের শ্লীলতাহানি- এসব নানা অপরাধে জড়িয়েছেন পুলিশকর্মীরা। তবে এ বার ভারতের রাজধানী দিল্লি পুলিশের এক কনস্টেবল যা করলেন, তা এক কথায় নজিরবিহীন।

৩৩ বছর বয়সী ওই কনস্টেবল প্রথমে মদ্যপ অবস্থায় তার দুই নারী সহকর্মীকে আপত্তিজনকভাবে স্পর্শ করেন। এখানেই থেমে না থেকে তিনি আর এক নারী কনস্টেবলের সামনে নগ্ন হয়ে হস্তমৈথুন করতে শুরু করেন।

শনিবার দিল্লির পুলিশ প্রশিক্ষণ শিবিরে ঘটে এই ঘটনা। ঝারোদা কালান এলাকার পুলিশ ট্রেনিং কলেজের ডাইনিং টেবিলে মণিপুর প্রদেশের দুই নারী কনস্টেবলকে আপত্তিজনকভাবে স্পর্শ করেন দিল্লি পুলিশের কনস্টেবল। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তার সহকর্মীরা চিৎকার করে উঠলে ওই কনস্টেবল ক্ষমা চেয়ে নেন।

অন্য একজন নারী পুলিশ অভিযোগ করেন, এর এক ঘণ্টা পর ঐ পুরুষ কনস্টেবল আরও মদ্যপান করে টেরেসে চড়েন। এরপর তার সামনে নগ্ন হয়ে হস্তমৈথুন করতে থাকেন ওই পুরুষ কনস্টেবল। এরপর তিনি এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

শীর্ষ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশকর্মীকে বহিষ্কার করে এই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

২০১৪ সালের পর থেকে নানা অপরাধে অভিযুক্ত হওয়ায় প্রতিদিন গড়ে দুই জন করে পুলিশকর্মীকে বহিষ্কার করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও এই সময়

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :