প্যারিসের গৃহায়ন প্লানিং পরিদর্শনে গণপূর্তমন্ত্রী মোশাররফ

মাসুদুল হাসান রনি, প্যারিস (ফ্রান্স)
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৭:১৮

ফ্রান্সের রাজধানী প্যারিস বিভাগ প্লানিং ডেভেলোপমেন্ট এজেন্সির আমন্ত্রণে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নগরীর পরিকল্পনা বিভাগ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার আইএইউ’র সদর দপ্তর পরিদর্শনের আগে এক মতবিনিময় সভায় প্যারিস শহরের গৃহায়ন, অর্থনীতি, আবাসিক এলাকা, ব্যবসা-বাণিজ্য ও বিশেষ করে পানি, গ্যাস ও বিদ্যুৎসহ শহরায়নের সব ধরনের পরিকল্পনা ও প্যারিস নগরীর ‘ভিশন-২০৩০’ তুলে ধরেন ইনস্টিটিউট ম্যানেজমেন্ট আর্বান ইল দ্যা ফ্রান্সের সিনিয়র প্ল্যানার পাউল লাকরুয়ার্ট।

নগরায়নে জলাবদ্ধতাসহ সবধরনের সমস্যা সমাধানে সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়ন ছাড়া শহর রক্ষা করা সম্ভব নয় বলে জানান আইএইউ’র ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

এসময় মন্ত্রী প্যারিস শহরের বিভিন্ন স্থাপনার নকশা পরিদর্শন করেন।

মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার।

এসময় মন্ত্রী বাংলাদেশ সরকারের অবকাঠামো উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, ঢাকাসহ বিভাগীয় শহরের জলাবদ্ধতা নিরসনে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :