বরিশালে ফখরুলের সামনে হাতাহাতি

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৭:৪৬

বরিশালে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থাপনা নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনেই হাতাহাতি করেছে দুটি পক্ষ। এ ঘটনায় নেতাকর্মীদের ওপর বেশ ক্ষোভ ঝেড়েছেন ফখরুল।

বুধবার দুপুরে বরিশালের অশ্বিনী কুমার হলে এ ঘটনা ঘটে। এ সময় ফখরুল নেতা-কর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনের পর আলোচনা সভা শুরু হয় অশ্বিনী কুমার হলে। এ সভায় উপস্থাপনা করছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন। কিছুক্ষণ পরেই বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স সেখানে হট্টগোল বাঁধান। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এতে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার পরিস্থিতি শান্ত করলেও বাইরে বের হয়ে আবারো দুই পক্ষ হাতাহাতি করে।

এ বিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শাহীন বলেন, ‘বাবুগঞ্জের প্রিন্সের সাথে তসলিমের কথা কাটাকাটি নিয়ে একটু ঝামেলা হয়েছে।’ বিষয়টি তেমন বড় নয়।

এ সময় বক্তৃতা দেয়ার সময় মির্জা ফখরুল সরকারের বিভিন্ন সমালোচনার পাশাপাশি দলের ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, ‘দলে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।

‘নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই, তবে এমন কোন কাজ করবেন না যাতে দল ক্ষতিগ্রস্ত হয়। এতে আপনাদেরই ভাবমূর্তি নষ্ট হবে। আমাদের নিজেদের মধ্যে যাতে বিতর্ক সৃষ্টি না হয় সে কথা মাথায় রাখতে হবে’-নেতা কর্মীদের শৃঙ্খলা রক্ষার তাগিদ দিয়ে বলেন ফখরুল।

(ঢাকাটাইমস/২৬জুলাই/টিটি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :