ভারতে পাচারকালে চার সোনার বারসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৮:০৯

ভারতে পাচারের সময় চারটি সোনার বারসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার সকালে বেনাপোল চেকপোস্টে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার হারুন আল কবির ও মুন্সিগঞ্জের গজারিয়া থানার মুলিন্ডকাচর গ্রামের আরিফুল ইসলাম।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মো. সাদেক জানান, গোপন সংবাদে জানতে পারি হারুন-আল-কবির ও আরিফুল ইসলাম নামে দুইজন পাসপোর্ট যাত্রী পৃথক দুটি সোনার চালান নিয়ে ভারতে যাচ্ছে। এই তথ্যে শুল্ক গোয়েন্দার একটি দল আগে থেকে চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থান নেয়। এরপর ওই যাত্রীদ্বয় বেনাপোল কাস্টমস- চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার জন্য পাসপোর্টের কার্যাদী শেষ করে পুলিশ চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয। পরে তাদের শরীর তল্লাশি করে দুটি করে মোট চারটি সোনার বার পাওযা যায় এবং তাদের আটক করা হয।

উদ্ধার সোনার বার বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে আর আসামি দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :