শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৮:১৩

শেরপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী চলে এই উচ্ছেদ অভিযান।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, পুলিশ ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মাথায় লাল কাপড় বেঁধে পৌর শ্রমিকরা উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

পৌরসভা সূত্র জানায়, অভিযানের শুরুতেই জেলা শহরের থানা মোড়ের একটি রেস্তোরাঁর বর্ধিত অংশ, বেশ কয়েকটি দোকানের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। পরে থানা মোড় থেকে নিউমার্কেট মোড় হয়ে শহীদ বুলবুল সড়ক পর্যন্ত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ফুটপাত দখল করে বসে থাকা হকারদেরও তুলে দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :