বরিশালে বাল্কহেডের ধাক্কায় মাছের ট্রলার ডুবি

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৮:২৩

বরিশালের বাবুগঞ্জে বালু ভর্তি বাল্কহেডের ধাক্কার মাছ ভর্তি একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। এতে ট্রলারে থাকা ১৫ মন পাঙ্গাস ও তেলাপিয়া মাছ পানিতে ভেসে গেছে।

আজ বুধবার বেলা ১১ টায় দিকে বাবুগঞ্জ খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহত না হলেও এতে অর্ধ লক্ষাধিক টাকার মাছ নদীতে ভেসে গেছে।

মাছের ট্রলার মালিক অমল বিশ্বাস জানান, বরিশালের উজিরপুরের হারতা বন্দর থেকে মাছ বিক্রির উদ্দেশ্যে বাবুগঞ্জ বন্দরের খাপুরার খালে প্রবেশ করে ঘাটে ট্রলার নোঙর করে রাখেন। এ সময় পেছন দিক থেকে এমভি হযরত শাহ্জালাল (রা.) নামের বালু ভর্তি একটি ভাল্কহেড মাছের ট্রলারটিকে প্রচ- বেগে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ট্রলারটি ডুবে যায়।

মৎস্য ব্যবসায়ী অমল জানান, এতে ট্রলারে থাকা ১৫ মন পাঙ্গাস ও তেলাপিয়া মাছ পানিতে ভেসে গেছে। প্রচ- ¯্রােত থাকায় বাল্কহেডটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাল্কহেডের চালক মোহাম্মদ আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম। তিনি জানিয়েছেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/২৬জুলাই/টিটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :