চুয়াডাঙ্গায় মন্দিরের তালা ভেঙে চুরি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৮:২৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কালিদাসপুর কালিমন্দিরের দুটি শিব পাথর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

কালিদাসপুর মন্দির কমিটির সভাপতি শ্রী যাদব সরকার জানান, ভোরে দুর্বৃত্তরা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরের অর্ধশত বছরের পুরানো মূল্যবান ২টি শিব পাথর চুরি করে নিয়ে যায়।

তিনি জানান, এ পাথর দুটিতে দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাম্বলম্বীরা তাদের পূজা করে আসছিল। তবে এ পাথরের কত টাকা মূল্য বা কি পাথর সে ব্যাপারে বলতে পারেনি তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় কালিমন্দিরের সংরক্ষণকারী (কেয়ার টেকার) শ্রী বানচা সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছেন।

পুলিশ সুপার নিজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি যাওয়া শিব পাথর দুটি উদ্ধার ও চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বেশ কয়েকটি টিম ইতোমধ্যে কাজ করছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :