জাল তুলতে জিঞ্জিরাম নদীতে ডুব দিয়ে নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৯:৫৮

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে জামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।

বুধবার সকালে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নদীতে নিখোঁজ হওয়ার পর থেকে তার স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে জীবিত কিংবা মৃত উদ্ধার করা যায়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন জাল দিয়ে নদীতে মাছ ধরতে যান। হঠাৎ জালটি পানির নিচে আটকে গেলে সে জালটি উদ্ধারের জন্য নদীতে ডুব দেন। তারপর সে আর ভেসে উঠেননি। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। নদীর দুই তীরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

এ ব্যাপারে যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর পর্যন্ত তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :