ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৪:৪৫ | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ২০:১০

পুলিশ প্রশাসনের চারজন উপমহাপরিদর্শক (ডিআইজি), তিনজন অতিরিক্ত ডিআইজি এবং ১৩ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামকে বরিশাল রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে নৌ পুলিশের ডিআইজি, নৌ পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের পিআর পদে এবং পুলিশ সদর দপ্তরের চলতি দায়িত্বে থাকা শৈবাল কান্তি চৌধুরীকে এসপিবিএনের ডিআইজির দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবুর রহমানকে রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজির চলতি দায়িত্বে) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহাম্মদ তারিককে পুলিশ অধিদপ্তরের ডিআইজির দায়িত্ব দেয়া হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের টিআর পদে থাকা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদেরকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ডিএমপির ডিসি সেলিম খানকে এসপিবিএনের এসপি, নওগাঁও পুলিশ এসপি মো. মোজাম্মেল হককে ডিএমপির ডিসি, ঢাকা এসপিবিএনের এসপি মো. ইকবাল হোসেনকে নওগাঁর এসপি, বরিশালের এসপি এস এম আক্তারুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), ডিএমপির ডিসি মো. সাইফুল ইসলামকে বরিশালের এসপি পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সিলেটের ডিআইজির অফিসে সংযুক্ত মো. জিল্লুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের এসপি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি ফারুক আহমেদকে ঢাকার পঞ্চম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, ঢাকার পঞ্চম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ছিবগাত উল্লাহকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের এসপি, সিলেট মহানগর পুলিশের ডিসি সারোয়ার মোর্শেদ শামীমকে ঢাকার টিঅ্যান্ড আইএমের এসপি, খুলনা পুলিশ ট্রেনিং কলেজের এসপি তাসলিমা খাতুনকে খুলনার আরআরএফের কমাড্যান্ট, ডিএমপির ডিসি বিধান চন্দ্র ত্রিপুরাকে হবিগঞ্জের এসপি এবং হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্রকে ডিএমপির ডিসির দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৬জুলাই/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :