দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ২১:৫৬

শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া প্রদানের দাবিতে মানববন্ধন করেছে যৌথভাবে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমিতির নেতৃবৃন্দ অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

মানববন্ধন চলাকালীন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আহসানুল হক মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাতলুবুল মামুনের সঞ্চালনে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম, কাহারোল উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও মন্মতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাসউদ আলম, পার্বতীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোক্তারুল আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :