বিএনপি-জামায়াতের রাজনীতি ষড়যন্ত্রমূলক: দীপু মনি

চাঁদপুর সংবাদদাতা, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ২২:০৩

বিএনপি-জামায়াতের রাজনৈতিক পদ্ধতি ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য ডা. দীপু মনি। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া বিদেশে কী কারণে গেছেন তা এখনো স্পষ্ট নয়। তাই দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবার কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তিনি।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর হাসান আলী সরকারি মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি অনেক রাজনৈতিক স্বাধীনতা পাচ্ছে দাবি করে দীপু মনি বলেন, ‘যখন আমরা বিরোধী দলে ছিলাম, তখন আমরা এ পরিমাণ স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমাদের কার্যালয়ের ভেতরে বোমা ও টিয়ার শেল মারা হয়েছে। আমাদের কোনো রকম মিছিল মিটিং করতে দেয়া হয়নি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব প্রতিকূলতা মোকাবেলা করে নির্বাচনে অংশ নিয়েছি।’

বিএনপি-জামায়াত বিভিন্ন কর্মসূচি করছে কিন্তু তাতে জনসম্পৃক্ততা নেই বলে মনে করেন আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক। তিনি বলেন, ‘তারা বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দেয়। কিন্তু তাদের আন্দোলনে কোনো জনসম্পৃক্ততা নেই। তারা নাশকতার কারণে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা আজ নতুন করে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

এ সময় চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী আহম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার ছবি প্রসঙ্গে যা বললেন মেজর হাফিজ

পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র পারফেক্ট না: ওবায়দুল কাদের

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানি না: ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :