‘মাদক রোধে আরো কঠোর হতে হবে’

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ২২:৩৪

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ডিডি এলজি ড. এ কে এম মাহবুব উল করীম বলেন, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আমাদের স্ব-স্ব ক্ষেত্র থেকে আরো কঠোর হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে মাদকের অপকারিতা ও শাস্তির কথা বলতে হবে। অভিভাবকদের সন্তানের খোঁজ-খবর রাখতে হবে।’

জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. মোর্শেদ শাহরিয়ার, যুব উন্নয়নের সহকারী পরিচালক আমির আলী।

জেলা কালচারাল অফিসার সাহেলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, সাংবাদিক কামরুল ইসলাম কামাল।

আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :