তরুণী ধর্ষণে দেবর-ভাবীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৭, ১৩:২৪

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় এক তরুণীকে ধর্ষণের দায়ে দেবর মাইন উদ্দিন ও ভাবী হালিমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

এছাড়া ধর্ষণের দায়ে গর্ভজাত সন্তান ধর্ষক মাইন উদ্দিনের পরিচয়ে পরিচিত হবেন এবং মাইমুনা আক্তারের ভরন পোষণের ব্যয় বহনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি কালেক্টর, লক্ষ্মীপুরকে নির্দেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন সদর উপজেলার শাকচর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং ভাবী হালিমা বেগম নুরুল ইসলামের স্ত্রী।

লক্ষ্মীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর (পিপি) মো. আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৪ এপ্রিল রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাবী হালিমার সহযোগিতায় মাইন উদ্দিন ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। পরে তার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক বসলেও তাতে কোনো সুরাহা হয়নি। উপায় না দেখে ওই বছরের ৩০ অক্টোবর মাইন উদ্দিন ও ভাবী হালিমা বেগমকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন নির্যাতিত ওই নারী।

একই বছরের ২১ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

ঢাকাটাইমস/২৭জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :