রাষ্ট্রপক্ষের উকিল নিয়োগ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৭, ১৬:০৬

সরকার পক্ষের মামলা পরিচালনাকারী আইন কর্মকর্তা গভর্নমেন্ট প্রসিকিউটর বা জিপি এবং পাবলিক প্রসিকিউটর বা পিপিকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের (জেএসসি) অধীনে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

গত মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন আইন, স্বরাষ্ট্র, ভূমিসহ বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সেশন ছিল জেলা প্রশাসকদের। আইনমন্ত্রীর সঙ্গে আলোচনায় জেলা প্রশাসক ও মাঠ প্রশাসনের আইনি সুরক্ষা বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ‘সরকার পক্ষের মামলা পরিচালনাকারী আইন কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে নিয়োগ দান। আজকের সম্মেলনে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে কোনো আইন নেই। যে দল ক্ষমতায় আসে তাদের অনুসারী আইনজীবীরাই এসব পদে নিয়োগ পান। আর দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া আইনজীবীদের বিরুদ্ধে প্রায়ই নানা অভিযোগ উঠে। আর সরকার পরিবর্তন হলেই যেহেতু চাকরি থাকবে না, সে জন্য আইনজীবীদের মধ্যেও পেশা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা থেকে যায়।

এ জন্য নিয়োগে সুনির্দিষ্ট বিধানের পাশাপাশি বেতন-ভাড়া বাড়ানোর দাবি রয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। আর সরকার এসব দাবি বিবেচনা করলে বলে জানান আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘জিপি, পিপিদের বেতন-ভাতা বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।’

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। উচ্চ আদালত এটিকে অবৈধ ঘোষণা করেও পরে বেশ কয়েকবার এই আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু জেলা প্রশাসকরা চান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই ক্ষমতা থাকুক।

এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে কথা বলা ঠিক হবে না।’

(ঢাকাটাইমস/২৭জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :